ঝাড়গ্রামের প্রশাসনিক বিভাগে কর্মী নিয়োগ করা হবে। সেই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ঝাড়গ্রামের প্রশাসনিক ওয়েবসাইটে। ‘অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি’র তরফে কর্মী নিয়োগ হবে।
নেওয়া হবে আইনজীবী। চিফ, অ্যাসিস্ট্যান্ট এবং ডেপুটি লিগ্যাল এড ডিফেন্স কাউন্সেলর পদে নিযুক্ত হবেন কর্মীরা। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। শূন্যপদ সাতটি। চিফ লিগ্যাল এইড ডিফেন্স কাউন্সেলকে প্রতি মাসে ৮৫ হাজার টাকা করে বেতন দেওয়া হবে। ক্রিমিন্যাল ল বিভাগে অন্তত ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা চাই। ডেপুটি লিগ্যাল এড ডিফেন্স কাউন্সেলরেরা পাবেন মাসে ৬০ হাজার টাকা করে বেতন। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগে সাত বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল এড ডিফেন্স কাউন্সেলরদের মাসে বেতন হবে ৩৫ হাজার টাকা। আবেদনের বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আরও পড়ুন:
লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে কর্মী। তবে তার আগে আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সে জন্য প্রার্থীকে প্রথমে ঝাড়গ্রামের প্রশাসনিক বিভাগের ওয়েবসাইটে (https://jhargram.gov.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিস’ এবং ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ২৬ ডিসেম্বর আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ঝাড়গ্রামের প্রশাসনিক বিভাগের ওয়েবসাইটটি দেখতে পারেন।