পুরুলিয়া জেলার সরকারি স্কুলে শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি জেলার প্রশাসনিক ওয়েবসাইটে এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনপত্র জমা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে মিলবে চাকরির সুযোগ।
সুপারিনটেনডেন্ট, পিয়ন, সুইপার, ক্লার্ক, নাইট গার্ড এবং রাঁধুনি নিয়োগ করা হবে। জেলার একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের জন্য এই নিয়োগ। জেলা পরিষদের তরফে চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। আবেদনের জন্য পৃথক পৃথক যোগ্যতা নির্ধারিত করা হয়েছে। সেগুলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ হবে। ১০, ১১ এবং ১২ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু ইন্টারভিউ। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি সঙ্গে নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় পৌঁছাতে হবে প্রার্থীদের। কী কী নথি প্রয়োজন তা জানা যাবে পুরুলিয়া জেলার প্রশাসনিক ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকেই। সেখান থেকেই যাবতীয় তথ্য এবং শর্তাবলি জানা যাবে।