কোয়ান্টাম ব্যাটারির প্রয়োগ নিয়ে গবেষণার কাজ করতে চান? সত্যেন্দ্রনাথ বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্সেস দেবে সুযোগ। ওই গবেষণাগারে রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে এক জনকে নিয়োগ করা হবে। তাঁর কোয়ান্টাম কম্পিউটেশন, কোয়ান্টাম ইনফরমেশন এবং থিয়োরেটিক্যাল কন্ডেন্সড ম্যাটার ফিজ়িক্সে জ্ঞান থাকা প্রয়োজন।
কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডিএসটি) অর্থপুষ্ট প্রকল্পে উল্লিখিত বিষয়ে পিএইচডি ডিগ্রিপ্রাপ্তদের নিয়োগ করা হবে। তবে, যাঁরা বর্তমানে পিএইচডি-র থিসিস জমা দিয়েছেন, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন।
আরও পড়ুন:
নিযুক্তকে প্রতি মাসে ৪৩ হাজার টাকা থেকে ৫৮ হাজার টাকা পারিশ্রমিক এবং বাড়িভাড়া বাবদ ভাতা দেওয়া হবে। চুক্তি অনুযায়ী, ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত তাঁকে ওই প্রকল্পে কাজ করতে হবে।
আগ্রহীরা ই-মেল মারফত কিংবা ডাকযোগে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ১০ অক্টোবর। আবেদনপত্রের সঙ্গে সুপারিশ করেছেন, এমন দু’জন ব্যক্তির নাম ও ঠিকানা, পছন্দের গবেষণার বিষয় সংক্ষিপ্ত লেখা পাঠানো প্রয়োজন।