সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মী নিয়োগ করা হবে। ব্যাঙ্কের ওয়েবসাইটে গেলেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখা যাবে।
ক্রেডিট অফিসার পদে কর্মখালি রয়েছে। মোট শূন্যপদ এক হাজার। সাধারণ বিভাগে ৪০৫ জনকে নেওয়া হবে। বাকি শূন্যপদে সংরক্ষিত বিভাগের প্রার্থীরা নিযুক্ত হবেন। ভারত, নেপাল, ভুটানের নাগরিকেরা আবেদন করতে পারবেন। তাঁদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
আরও পড়ুন:
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র জমা দিতে হবে। পাশাপাশি, আবেদনমূল্য জমা দেওয়া দরকার। ২০ ফেব্রুয়ারি, ২০২৫-এর মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
বাছাই করা প্রার্থীদের ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সে এক বছরের পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স করিয়ে এক হাজার জন ক্রেডিট অফিসার নেবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নিয়োগ করা হবে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল ওয়ান-এ। এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া মূল বিজ্ঞপ্তিটি দেখুন।