চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড-এ। এই মর্মে শুক্রবার রাষ্ট্রায়ত্ত সংস্থার তরফে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সংস্থার কলকাতার অফিসে কাজের সুযোগ পাবেন অবসরপ্রাপ্তেরা। এ জন্য অফলাইনে প্রার্থীদের থেকে আবেদনপত্র গ্রহণ করা হবে।
সংস্থায় অ্যাডভাইসর (কোল) পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি। প্রথমে এক বছর সংশ্লিষ্ট পদে কাজের সুযোগ পাবেন নিযুক্ত ব্যক্তি। এর পর কাজের চাহিদা ফুরোলে বা তাঁর ৬৫ বছর বয়স সংশ্লিষ্ট পদ থেকে অব্যাহতি দিতে হবে। নিযুক্তকে সংস্থার নির্ধারিত নিয়ম মেনে প্রতি মাসে বেতন দেওয়া হবে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৬৩ বছরের মধ্যে হতে হবে। পাশাপাশি, তাঁদের কয়লাক্ষেত্রের কোনও সংস্থার ই-৮ গ্রেডের অবসরপ্রাপ্ত অফিসার হতে হবে। প্রয়োজন কোল ইন্ডিয়া লিমিটেড-এর কোনও ভর্তুকিপ্রাপ্ত সংস্থায় ন্যূনতম পাঁচ বছর কাজের অভিজ্ঞতাও।
সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। প্রার্থীদের এ জন্য বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র-সহ সমস্ত নথি ডাকযোগে পাঠাতে হবে। আগামী ২৩ নভেম্বর আবেদনের শেষ দিন।