মুর্শিদাবাদ জেলায় কর্মখালি। জেলার অনগ্রসর শ্রেণি কল্যাণ এবং জনজাতি উন্নয়ন বিভাগের তরফে কর্মী নিয়োগ করা হবে। অস্থায়ী ভাবে চুক্তির ভিত্তিতে নিয়োগ হবে। এ কথা জানিয়ে সম্প্রতি জেলার প্রশাসনিক বিভাগে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
জেলায় নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) এবং সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদে। শূন্যপদ দু’টি। উভয় পদেই এক বছরের চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদে নিযুক্তকে মাসে ২৮,০০০ টাকা এবং সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদে নিযুক্তকে মাসে ২৫,০০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
আরও পড়ুন:
উভয় পদের ক্ষেত্রেই আবেদন করা যাবে ২১ বছরের বেশি বয়স হলে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদের জন্য প্রার্থীদের এআইসিটিই বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর্স ডিগ্রি থাকতে হবে। যাঁদের পেশাগত অভিজ্ঞতা রয়েছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। অন্য পদটিতে আবেদনের জন্যও যোগ্যতার আলাদা মাপকাঠি রয়েছে।
সংশ্লিষ্ট পদে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীদের এ জন্য আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে বা সশরীরে গিয়ে জমা দিতে হবে। আগামী ১২ নভেম্বর আবেদনের শেষ দিন।
আরও পড়ুন:
-
কেন্দ্রীয় সংস্থায় ৮৭ জন ডিপ্লোমা ও ডিগ্রি ইঞ্জিনিয়ারের খোঁজ, পোস্টিং কলকাতা-সহ অন্য শহরে
-
অনলাইনেই করা যাবে বিটেক, আইআইটি দিল্লির তরফে কোন বিষয় পড়ানো হবে?
-
দশম শ্রেণির শংসাপত্র ও আধার কার্ডে গরমিল! জেইই মেন-এ আবেদন করবেন কী ভাবে?
-
রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের তরফে শিক্ষকের খোঁজ, কোন বিষয়ের জন্য?