নির্দিষ্ট মেয়াদের জন্য কর্মী নিয়োগ করা হবে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (বেল)-এ। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক অধীনস্থ সংস্থার তরফে জানানো হয়েছে, একটি পদমর্যাদায় নিয়োগ হবে। প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
সংস্থায় ডেপুটি ইঞ্জিনিয়ার পদে নিয়োগ হবে। শূন্যপদের সংখ্যা চার। সংস্থার মেকানিক্যাল বিভাগে কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা। তাঁদের কাজের মেয়াদ থাকবে পাঁচ বছর, পোস্টিং হবে কোচি, নভি মুম্বই বা দেশের অন্য কোনও শহরে। নিযুক্তদের বেতন হবে মাসে ৪০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। তাঁদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক যোগ্যতা থাকতে হবে।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। সংরক্ষিত শ্রেণিভুক্তেরা ছাড়া বাকিদের আবেদনমূল্য বাবদ জমা দিতে হবে ৪৭২ টাকা। আগামী ৩১ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।
আরও পড়ুন:
-
কলেজ পড়ুয়াদের প্রশিক্ষণ দেবে বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, ক্লাস করা যাবে অনলাইনে
-
সিএসআইআর-ইউজিসি নেট দিতে যাবেন কোন পরীক্ষাকেন্দ্রে! তথ্য প্রকাশ করল এনটিএ
-
এমবিএ-তে ভর্তির আবেদনের মেয়াদ বৃদ্ধি আইআইএফটি-র কোন কোন বিষয়ে পড়ার সুযোগ?
-
এমসিএ-তে ভর্তি! কাউন্সেলিং সূচি প্রকাশ করল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, চলবে কত দিন?