কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে স্নাতকোত্তরের (এমসিএ) জন্য রাজ্য স্তরে আয়োজন করা হয় জেকা (জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন ফর এমসিএ)-র। চলতি বছরের পরীক্ষার ফলঘোষণা করা হয় নভেম্বর মাসে। মঙ্গলবার ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশন বোর্ড (ডব্লিউবিজেইইবি)-র তরফে প্রকাশ করা হল ভর্তির কাউন্সেলিংয়ের সূচি।
বোর্ডের তরফে জানানো হয়েছে, মোট দু’টি রাউন্ডে কাউন্সেলিং সম্পন্ন হবে। রেজিস্ট্রেশনের জন্য পরীক্ষায় উত্তীর্ণদের ৫০০ টাকা জমা দিতে হবে। বরাদ্দ আসনে ভর্তি হলে জমা দিতে হবে ৫,০০০ টাকা। যাঁরা প্রথম রাউন্ডে কোনও আসনে ভর্তির সুযোগ পাবেন না, তাঁদের জন্য দ্বিতীয় রাউন্ডে আসন বরাদ্দ করা হবে।
আরও পড়ুন:
-
সিএসআইআর-ইউজিসি নেট দিতে যাবেন কোন পরীক্ষাকেন্দ্রে! তথ্য প্রকাশ করল এনটিএ
-
এমবিএ-তে ভর্তির আবেদনের মেয়াদ বৃদ্ধি আইআইএফটি-র কোন কোন বিষয়ে পড়ার সুযোগ?
-
বছর ঘুরতেই জয়েন্ট এন্ট্রান্স, কী ভাবে প্রস্তুতি নিলে হবে বাজিমাত! কী বলছেন বিশেষজ্ঞেরা?
-
বৃদ্ধি পেল ক্যাট-এর ‘আনসার কি’ চ্যালেঞ্জ করার জন্য বরাদ্দ অর্থ, কী ভাবে চ্যালেঞ্জ করবেন?
প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর থেকে এমসিএ-তে ভর্তির কাউন্সেলিংয়ের প্রথম রাউন্ড শুরু করা হবে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। এই সময়সীমার মধ্যেই নিজেদের পছন্দের কলেজ বেছে নিতে পারবেন পড়ুয়ারা। বরাদ্দ আসনের ফল ঘোষণা করা হবে ১৭ ডিসেম্বর। পড়ুয়ারা নির্দিষ্ট আসনে ভর্তি হলে তার জন্য বরাদ্দ অর্থ জমা দিতে হবে ১৭ থেকে ২১ ডিসেম্বরের মধ্যে। এর পর দ্বিতীয় রাউন্ডের বরাদ্দ আসনের ফল ঘোষণা করা হবে ২৩ ডিসেম্বর। বরাদ্দ আসনে ভর্তি হলে নির্ধারিত ফি জমা দিতে হবে ২৩ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে।
উল্লেখ্য, চলতি বছরে গত ১৯ অক্টোবর জেকা-র আয়োজন করা হয়। পরীক্ষা ফল ঘোষণা করা হয় ১৭ নভেম্বর।
আরও পড়ুন:
-
মেডিক্যাল স্নাতকোত্তরে যোগ হল ২,৬২০টি আসন, দ্বিতীয় রাউন্ড কাউন্সেলিংয়ের মধ্যেই ঘোষণা
-
আইআইটি ভুবনেশ্বরের জন্য কাজ করছে আইআইটি খড়্গপুর! যোগদান করা যাবে কী ভাবে?
-
কম্পিউটার সায়েন্স বা গণিতে পিএইচডি রয়েছে! গবেষক খুঁজছে আইএসআই কলকাতা
-
ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড-এর তরফে কর্মীর খোঁজ, কর্মস্থল হতে পারে কলকাতা বা অন্য শহরে