সম্প্রতি শুরু হয়েছে মেডিক্যালের স্নাতকোত্তরে (নিট পিজি) দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিং। এ বার ভর্তির কাউন্সেলিংয়ের জন্য ‘সিট ম্যাট্রিক্স’ বা আসন বিন্যাস জানাল মেডিক্যাল কাউন্সেলিং কমিটি (এমসিসি)। কাউন্সেলিং পর্বে নতুন করে আরও বেশ কিছু আসন বরাদ্দ করল এমসিসি।
গত শুক্রবার থেকে নিট পিজি-র দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিং শুরু হয়েছে। কাউন্সেলিংয়ের অল ইন্ডিয়া কোটা (এআইকিউ)-র মাধ্যমে দেশের মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ভর্তির সুযোগ মিলবে। কমিটির তরফে সদ্য প্রকাশিত আসন বিন্যাস অনুযায়ী, মোট ৩২,০৮০টি আসনে পড়ুয়াদের ভর্তি নেওয়া হবে। এর মধ্যে ‘ক্লিয়ার ভ্যাকেন্সি’-তে রয়েছে ১৭,৬২৩টি আসন এবং ‘ভার্চুয়াল ভ্যাকেন্সি’-তে রয়েছে ১১,৮৩৭টি আসন। এ ছাড়া, এই রাউন্ডে অতিরিক্ত ২,৬২০টি আসন নতুন করে যোগ করা হয়েছে।
আরও পড়ুন:
এমসিসি প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত দ্বিতীয় রাউন্ডের কাউন্সেলিংয়ের জন্য নাম নথিভুক্ত করা যাবে। যাঁরা প্রথম রাউন্ডে কোনও শূন্য আসনে ভর্তির সুযোগ পাননি বা যাঁরা একেবারে নতুন— উভয়েই আবেদন জানানোর সুযোগ পাবেন। এর পর নিজেদের পছন্দের কোর্স এবং কলেজ বাছার জন্য ৯ ডিসেম্বর পর্যন্তই সময় দেওয়া হবে। এমসিসি-র তরফে আসন বরাদ্দ করা হবে ১০ এবং ১১ ডিসেম্বর। আসন বরাদ্দের ফলঘোষণা হবে ১২ ডিসেম্বর। মেডিক্যাল কলেজগুলিতে সমস্ত নথি নিয়ে পড়ুয়াদের উপস্থিত হতে হবে ১৩ থেকে ২১ ডিসেম্বরের মধ্যে।