চলতি মাসেই কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন আয়োজিত ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (সিএসআইআর ইউজিসি নেট) পরীক্ষা। পরীক্ষার কিছুদিন আগেই প্রকাশ করা হল ‘সিটি ইন্টিমেশন স্লিপ’। পরীক্ষার্থীরা কোন কেন্দ্রে পরীক্ষা দিতে যাবেন, তা জেনে নেওয়া যাবে এখান থেকেই।
বিজ্ঞান ও প্রযুক্তির নানা বিষয়ে গবেষণা এবং শিক্ষকতার জন্য প্রতি বছর আয়োজন করা হয় সিএসআইআর-ইউজিসি নেট-এর। চলতি বছরের পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর। পরীক্ষার ৮-১০ দিন আগেই প্রকাশ করা হয় ‘সিটি ইন্টিমেশন স্লিপ’। সেই নিয়ম মেনেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-এর তরফে প্রকাশ করা হল পরীক্ষাকেন্দ্র সম্পর্কিত তথ্য। পরীক্ষাকেন্দ্রের নাম বা ঠিকানা জানতে পারলেই পরীক্ষার্থীরা সেখানে কী ভাবে যাবেন বা অন্য সমস্ত নিয়ম বিধি আগে থেকেই সম্পন্ন করে রাখতে পারবেন।
‘স্লিপ’-এ উল্লেখ থাকবে পরীক্ষার্থীর নাম, অ্যাপ্লিকেশন নম্বর, কোন বিষয়ে পরীক্ষা দেবেন-সে তথ্য এবং পরীক্ষাকেন্দ্রের নাম ও সময়।
আরও পড়ুন:
-
বছর ঘুরতেই জয়েন্ট এন্ট্রান্স, কী ভাবে প্রস্তুতি নিলে হবে বাজিমাত! কী বলছেন বিশেষজ্ঞেরা?
-
বৃদ্ধি পেল ক্যাট-এর ‘আনসার কি’ চ্যালেঞ্জ করার জন্য বরাদ্দ অর্থ, কী ভাবে চ্যালেঞ্জ করবেন?
-
মেডিক্যাল স্নাতকোত্তরে যোগ হল ২,৬২০টি আসন, দ্বিতীয় রাউন্ড কাউন্সেলিংয়ের মধ্যেই ঘোষণা
-
আইআইটি ভুবনেশ্বরের জন্য কাজ করছে আইআইটি খড়্গপুর! যোগদান করা যাবে কী ভাবে?
কী ভাবে ‘সিটি ইন্টিমেশন স্লিপ’ সংগ্রহ করবেন?
১) পরীক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইট http://csirnet.nta.ac.in/ -এ যেতে হবে।
২) সেখানে ‘অ্যাডভান্স ‘সিটি ইন্টিমেশন স্লিপ’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এর পর অ্যাপ্লিকেশন নম্বর এবং নিজেদের জন্মতারিখ দিয়ে লগ ইন করলেই স্ক্রিনে দেখা যাবে ‘স্লিপ’টি।
৪) পরীক্ষার্থীদের এর পর সেটি ডাউনলোড করে নিজেদের কাছে প্রিন্ট নিয়ে রাখতে হবে।
সিএসআইআর-ইউজিসি নেট একটি কম্পিউটার বেস্ড টেস্ট। যা নেওয়া হবে দু’টি শিফ্টে। পরীক্ষার পূর্ণমান ২০০। তিন ঘণ্টা অর্থাৎ ১৮০ মিনিটের মধ্যে পরীক্ষা সম্পূর্ণ করতে হবে। প্রথম শিফ্ট চলবে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত। দ্বিতীয় শিফ্টের সময়সীমা বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা।
আর্থ, অ্যাটমোস্ফেরিক, ওশান অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেস, কেমিক্যাল সায়েন্সেস, ম্যাথমেটিক্যাল সায়েন্সেস, লাইফ সায়েন্সেস, ম্যাথমেটিক্যাল সায়েন্সেস এবং ফিজ়িক্যাল সায়েন্সেস বিষয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। যাঁরা বিজ্ঞান এবং প্রযুক্তির শাখার বিষয় নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করেছেন, তাঁরা এই পরীক্ষা দিতে পারবেন।
আরও পড়ুন:
-
কম্পিউটার সায়েন্স বা গণিতে পিএইচডি রয়েছে! গবেষক খুঁজছে আইএসআই কলকাতা
-
ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড-এর তরফে কর্মীর খোঁজ, কর্মস্থল হতে পারে কলকাতা বা অন্য শহরে
-
যক্ষ্মা প্রতিরোধ নিয়ে গবেষণা! কল্যাণীর এনআইবিএমজি-এ মিলতে পারে সুযোগ
-
নদিয়া জেলায় প্রয়োজন মেডিক্যাল টেকনোলজিস্ট, যোগ্যতা যাচাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে