দেশে যক্ষ্মা রোগের প্রকোপ এবং তা প্রতিরোধের উপায় নিয়ে গবেষণামূলক কাজ করছে কল্যাণীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স (এনআইবিএমজি)। সেই প্রকল্পে কাজের সুযোগ পাবেন বিজ্ঞানে ডিগ্রিধারীরা। এ জন্য তাঁদের অনলাইনে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের গবেষণা প্রকল্পটির নাম— ‘হোল জিনোম সিকোয়েন্সিং অফ এমটিবি ক্লিনিক্যাল স্ট্রেনস ফর ডিটারমাইনিং ড্রাগ রেসিস্টেন্স অ্যান্ড স্ট্রেন লিঙ্কেজ ইন ইন্ডিয়া’। অর্থ জোগান দেবে কেন্দ্রের বায়োটেকনোলজি বিভাগ (ডিবিটি)।
প্রকল্পের জন্য একজন সিনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। নিযুক্ত ব্যক্তির যোগ্যতার ভিত্তিতে সাম্মানিকের পরিমাণ হবে মাসে ৪২,০০০ টাকা বা ২৮,০০০ টাকা।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে অনূর্ধ্ব ৩৫ বছর বয়সিরা আবেদন করতে পারবেন। সংরক্ষিতদের জন্য থাকবে ছাড়। তাঁদের বেসিক সায়েন্স-এর নানা বিষয়ে স্নাতকোত্তর অথবা যে কোনও পেশাদারি কোর্সে স্নাতকোত্তর হতে হবে। উত্তীর্ণ হতে হবে জাতীয় স্তরের যোগ্যতা নির্ণায়ক পরীক্ষায়।
আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডি-তে জীবনপঞ্জি-সহ বাকি তথ্য পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ২৬ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর অনলাইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট পদে কর্মী নিয়োগ করা হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।