কম্পিউটার সায়েন্স বা গণিতে উচ্চশিক্ষার ডিগ্রি থাকলে গবেষণামূলক কাজ করা যাবে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই) কলকাতায়। প্রতিষ্ঠানের মেশিন ইন্টেলিজেন্স ইউনিটে হবে প্রকল্পের কাজ। আগ্রহীদের এ জন্য অনলাইনে আবেদন জানাতে হবে।
প্রতিষ্ঠানে ‘সিকিওর কম্পিউটেশন ইন স্পার্স ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্কস’ প্রকল্পের কাজ হবে। গবেষণার জন্য অর্থ সাহায্য করবে কেন্দ্রীয় সংস্থা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন।
প্রকল্পের কাজে একজন প্রজেক্ট লিঙ্কড রিসার্চ অ্যাসোসিয়েট-১ নিয়োগ করা হবে। তাঁর কাজের মেয়াদ থাকবে ২০২৬ সালের ৯ অক্টোবর পর্যন্ত। এর পর শর্তসাপেক্ষে বাড়তে পারে কাজের মেয়াদ।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া জরুরি। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। নিযুক্তকে মাসে ৫৮,০০০ টাকা সাম্মানিক ছাড়াও বাড়িভাড়া বাবদ অতিরিক্ত ভাতা দেওয়া হবে।
আবেদনকারীদের কম্পিউটার সায়েন্স বা গণিতে পিএইচডি থাকতে হবে। এ ছাড়াও যোগ্যতার অন্য মাপকাঠি স্থির করা হয়েছে।
ইচ্ছুক প্রার্থীদের জীবনপঞ্জি-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে হবে। আগামী ১০ ডিসেম্বর নথি পাঠানোর শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। প্রতিষ্ঠানে ১২ ডিসেম্বর সকাল সাড়ে ১১টা থেকে ইন্টারভিউয়ের আয়োজন করা হবে। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।