অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ারদের জন্য কর্মখালির বিজ্ঞপ্তি জারি করেছে রাইটস লিমিটেড। শুক্রবার রেল মন্ত্রক অধীনস্থ এই সংস্থার তরফে জানানো হয়েছে, সংস্থায় চুক্তির ভিত্তিতে কাজের সুযোগ মিলবে। এ জন্য প্রার্থীদের অনলাইন এবং অফলাইনে আবেদন জানাতে হবে।
সংস্থার ‘গতিশক্তি’ প্রকল্পের জন্য টিম লিডার কাম প্রজেক্ট ম্যানেজার নিয়োগ করা হবে। শূন্যপদ একটি। চুক্তিভিত্তিক এই পদে কাজের মেয়াদ থাকবে এক বছর। এর পর সংস্থার প্রয়োজন এবং নিযুক্ত ব্যক্তির কর্মদক্ষতার উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে। নিযুক্তের যোগ্যতার ভিত্তিতে সংস্থার তরফে তাঁর মাসিক পারিশ্রমিক স্থির করা হবে।
আরও পড়ুন:
উল্লিখিত পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৬৩ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য ছাড় থাকবে। তাঁদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকের পর ১৫ বছরের পেশাগত অভিজ্ঞতাও থাকতে হবে। পাশাপাশি, তাঁদের রেল বা অন্য কোনও রাষ্ট্রায়ত্ত সংস্থার অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার হতে হবে।
চাকরিপ্রার্থীদের এ জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এর পর আবেদনপত্র-সহ অন্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতেও পাঠাতে হবে। আগামী ২৬ নভেম্বর আবেদনের শেষ দিন।