মুক্ত বিদ্যালয় থেকে যাঁরা পড়াশোনা করেন, তাঁদের জন্য পরীক্ষার রেজিস্ট্রেশনের দিন ঘোষণা করল ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং (এনআইওএস)। জানানো হয়েছে, আগামী বছরে মার্চ-এপ্রিল মাসে পরীক্ষার আয়োজন করা হবে। এ জন্য পরীক্ষার্থীদের আবেদন জানাতে হবে অনলাইনে।
এনআইওএস-এ দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার জন্য যাঁদের প্রথম পর্বে ভর্তি নেওয়া হয়, সেটি স্ট্রিম-১, ব্লক ১ অ্যাডমিশন নামে পরিচিত। তাঁদের প্রতি বছর মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে স্কুলে ভর্তি নেওয়া হয়। সেই পড়ুয়ারাই পরের বছর এপ্রিল-মে মাসে দশম বা দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা দেন। তবে ২০২৬ সালের এই পরীক্ষায় বসতে পারবেন চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাসের পরীক্ষায় অনুত্তীর্ণেরাও।
আরও পড়ুন:
২০২৬ সালের যাঁরা পরীক্ষা দেবেন, তাঁরা sdmis.nios.ac.in -এ গিয়ে তাঁদের নাম নথিভুক্ত করতে পারবেন। প্রতি বিষয়ে পরীক্ষার জন্য আবেদনমূল্য হিসাবে জমা দিতে হবে ৩০০ টাকা। প্র্যাক্টিক্যাল পরীক্ষার জন্য জমা দিতে হবে ১৫০ টাকা। আবেদনের শেষ দিন ২০ ডিসেম্বর। তবে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জানাতে না পারলে প্রতি বিষয়ে অতিরিক্ত ১৫০ টাকা লেট ফি বাবদ জমা দিতে হবে। এ জন্য নির্ধারিত সময় ২১ থেকে ৩১ ডিসেম্বর। এর পর আরও একবার সুযোগ দেওয়া হবে লেট ফি-সহ টাকা জমা দেওয়ার। পড়ুয়াদের আগামী ১ থেকে ১০ জানুয়ারির মধ্যে ১,৬০০ টাকা জমা দিতে হবে।
উল্লেখ্য, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল ছুট কমাতে ১৯৮৯ সালে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে চালু করা হয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং প্রকল্প। জাতীয় এবং রাজ্য স্তরের অন্য স্বীকৃত বোর্ডের সমমর্যাদা দেওয়া হয় এনআইওএস-কে। বহু আঞ্চলিক কেন্দ্র থেকে প্রতি বছর একাধিক পড়ুয়া এই মুক্ত বিদ্যালয় থেকে দশম এবং দ্বাদশের পরীক্ষা দেন।