ম্যানেজেরিয়াল পদে কর্মী নিয়োগ করবে রেল মন্ত্রক অধীনস্থ সংস্থা রাইটস লিমিটেড। সম্প্রতি সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংস্থার দু’টি বিভাগে কাজের সুযোগ রয়েছে। আগ্রহীরা আবেদন জানাতে পারবেন অনলাইনে।
সংস্থায় গ্রুপ জেনারেল ম্যানেজার এবং ডেপুটি জেনারেল ম্যানেজার পদে নিয়োগ হবে। শূন্যপদ তিনটি। সংস্থার হিউম্যান রিসোর্স এবং সিভিল মেরিন স্ট্রাকচার বিভাগে কাজের সুযোগ পাবেন নিযুক্তেরা। তাঁদের প্রথম এক বছর ‘প্রোবেশন’-এ রাখা হবে। পোস্টিং দেওয়া হবে দেশের যে কোনও শহরে।
গ্রুপ জেনারেল ম্যানেজার পদে আবেদন করতে পারবেন অনূর্ধ্ব ৫৩ বছর বয়সিরা। ডেপুটি জেনারেল ম্যানেজার পদে আবেদন জানাতে বয়স হতে হবে ৪১ বছরের মধ্যে। গ্রুপ জেনারেল ম্যানেজারের বেতনক্রম হবে মাসে ১,২০,০০০ থেকে ২,৮০,০০০ টাকা। অন্য দিকে, ডেপুটি জেনারেল ম্যানেজার পদে বেতনক্রম হবে মাসে ৭০,০০০ থেকে ২,০০,০০০ টাকা।
আরও পড়ুন:
সিভিল মেরিন স্ট্রাকচার বিভাগে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে আবেদনকারীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকের পর মেরিন স্ট্রাকচার, কোস্টাল ইঞ্জিনিয়ারিং, ওশান ইঞ্জিনিয়ারিং বা সমতুল বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। থাকতে হবে ১১ বছরের পেশাগত অভিজ্ঞতাও। একই ভাবে, অন্য পদগুলির জন্যও রয়েছে যোগ্যতার ভিন্ন মাপকাঠি।
চাকরিপ্রার্থীদের এ জন্য সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি জমা দিতে হবে। সংরক্ষিতদের জন্য ৩০০ টাকা এবং অসংরক্ষিতদের ৬০০ টাকা আবেদনমূল্য ধার্য হয়েছে। আগামী ২৭ জানুয়ারি আবেদনের শেষ দিন। এর পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সংশ্লিষ্ট পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে।
আরও পড়ুন:
-
বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াতে হবে একটি কোর্স, কোন ক্যাম্পাসে চলছে শিক্ষকের খোঁজ?
-
বিশেষজ্ঞ খুঁজছে হিন্দুস্তান কপার লিমিটেড, কলকাতা-সহ দেশের অন্য শহরে মিলবে পোস্টিং
-
বিজ্ঞান গবেষকদের জন্য সাম্মানিক ও অনুদান ঘোষণা কেন্দ্রীয় সংস্থার, প্রকাশিত আবেদনের সময়সূচি
-
ইঞ্জিনিয়ারিং বা বিজ্ঞান বিষয়ে গবেষণায় আগ্রহী! যাদবপুরের সিজিসিআরআই-এ রয়েছে সুযোগ