রাষ্ট্রায়ত্ত সংস্থার বিভিন্ন পদে কর্মখালি। নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করল ইউজিসি-ডিএই কনসর্টিয়াম ফর সায়েন্টিফিক রিসার্চ। সংস্থার ইনদওর এবং কলকাতার দফতরে নিযুক্তদের কাজ করতে হবে। শূন্যপদ পাঁচটি।
প্রাইভেট সেক্রেটারি, স্টেনো টাইপিস্ট, কেয়ারটেকার, ড্রাইভার পদে কর্মী নিয়োগ করা হবে। তাঁদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। এ ছাড়াও রাজ্য বা কেন্দ্রীয় সরকারি সংস্থায় উল্লিখিত পদে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। তবে, যাঁরা স্বীকৃত বেসরকারি সংস্থায় কাজ করেছেন, তাঁরাও আবেদনের সুযোগ পাবেন।
প্রাইভেট সেক্রেটারি ও স্টেনো টাইপিস্ট পদে আবেদনকারীদের কম্পিউটার অপারেশন, ডেটা লগিং, শর্টহ্যান্ড এবং টাইপিং-এর দক্ষতা থাকা আবশ্যক। তাঁদের যে কোনও বিষয়ে স্নাতক হলেই চলবে। তবে কেয়ারটেকার পদে আবেদনকারীদের হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক বা ডিপ্লোমা ডিগ্রি থাকা প্রয়োজন। তাঁদের কোনও হোটেলে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুন:
ড্রাইভার পদে অষ্টম শ্রেণি উত্তীর্ণদের নিয়োগ করা হবে। তাঁদের মোটর মেকানিজ়ম সম্পর্কে জানতে হবে। কোনও সংস্থার অধীনে হোম গার্ড বা সিভিক ভলেন্টিয়ার হিসাবে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। উল্লিখিত পদে নিযুক্তেরা সপ্তম পে কমিশনের অধীনে লেভেল ২ থেকে লেভেল ৬-এর অনুযায়ী বেতন পাবেন।
আগ্রহীরা অনলাইনে কিংবা ডাকযোগে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনমূল্য ৫০০ টাকা ধার্য করা হয়েছে। অনলাইনে আবেদনের শেষ দিন ৩১ জানুয়ারি এবং ডাকযোগে আবেদনের শেষ দিন ৬ ফেব্রুয়ারি।