রাষ্ট্রায়ত্ত সংস্থায় প্রশিক্ষণের সুযোগ। প্রশিক্ষণের জন্য ইঞ্জিনিয়ারিং শাখার নির্দিষ্ট বিষয়ে স্নাতকদের বেছে নেওয়া হবে। এ ক্ষেত্রে তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া প্রয়োজন। বাছাই করা প্রার্থীদের প্রশিক্ষণ দেবে ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড (ন্যালকো)।
সংস্থার তরফে জানানো হয়েছে, উল্লিখিত পদে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতকদের গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার ট্রেনি হিসাবে বেছে নেওয়া হবে। তাঁদের বয়স ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
গেট-এ প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের বেছে নেওয়া হবে। তাঁদের বেতনকাঠামো ৪০,০০০ থেকে ১,৪০,০০০ টাকা হতে চলেছে। এক বছর প্রশিক্ষণের পর স্থায়ী পদে নিয়োগ করা হবে।
আগ্রহীদের ৫০০ টাকা জমা দিয়ে অনলাইনে আবেদন পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, পরিচয়পত্র-সহ সমস্ত গুরুত্বপূর্ণ নথি এবং একটি ছবি জমা দেওয়া প্রয়োজন। আবেদনের শেষ দিন ২২ জানুয়ারি।