কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্পে কাজের সুযোগ। ওই প্রকল্পে প্রজেক্ট অ্যাসোসিয়েট প্রয়োজন। নিয়োগ করা হবে তিনজনকে।
প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসাবে ভূগোল, প্রাণিবিদ্যা, রসায়ন, বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের নিয়োগ করা হবে। তাঁদের মাটি ও জলের নমুনা গবেষণাগারে পরীক্ষা করার দক্ষতা থাকা চাই। এ ছাড়াও রিমোট সেন্সিং এবং জিয়োগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (জিআইএস) নিয়ে কাজের অভিজ্ঞতাও থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
উল্লিখিত পদে নিযুক্তের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তাঁদের জন্য প্রতি মাসের পারিশ্রমিক হিসাবে ৩১,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকা বরাদ্দ করা হয়েছে। পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।
আগ্রহীদের ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং কর্মজীবনের শংসাপত্রের মতো নথি পাঠানো প্রয়োজন। বাছাই করা প্রার্থীদের সঙ্গে ই-মেল মারফত যোগাযোগ করে নেওয়া হবে। আবেদনের শেষ দিন ১৫ জানুয়ারি।