বিভিন্ন বিষয়ের স্নাতকোত্তরে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং বা গেট। ২০২৬ সালের গেট-এর আয়োজন করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটি। আগেই পরীক্ষার দিন ঘোষণা করা হলেও সোমবার ঘোষণা করা হল পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি।
আগামী ৭, ৮, ১৪ এবং ১৫ ফেব্রুয়ারি গেট-এর আয়োজন করা হবে। প্রকাশিত সূচি অনুযায়ী, প্রতিদিন দু’টি অর্ধে পরীক্ষার আয়োজন করা হবে। প্রথমার্ধের পরীক্ষা হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। দ্বিতীয়ার্ধের পরীক্ষা চলবে দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।
পরীক্ষা সূচি —
৭ ফেব্রুয়ারি, প্রথমার্ধে— এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, এভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, জিওলজি অ্যান্ড জিওফিজ়িক্স, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফাইবার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং সায়েন্সেস, লাইফ সায়েন্সেস।
৭ ফেব্রুয়ারি, দ্বিতীয়ার্ধে— এরোস্পেস ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিস্ট্রি, জিওমেটিক্স ইঞ্জিনিয়ারিং, ফিজ়িক্স, হিউম্যানিটিজ় অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস।
৮ ফেব্রুয়ারি, প্রথমার্ধে—কম্পিউটার সায়েন্স-১, স্ট্যাটিস্টিক্স।
৮ ফেব্রুয়ারি, দ্বিতীয়ার্ধে— কম্পিউটার সায়েন্স-২, ইকোলজি অ্যান্ড এভোলিউশন, নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং।
১৪ ফেব্রুয়ারি, প্রথমার্ধে—সিভিল ইঞ্জিনিয়ারিং-১, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং।
১৪ ফেব্রুয়ারি, দ্বিতীয়ার্ধে— বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল এঙ্গিনীরিং-২, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং।
১৫ ফেব্রুয়ারি, প্রথমার্ধে— ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং।
১৫ ফেব্রুয়ারি, দ্বিতীয়ার্ধে—আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং, ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
উল্লেখ্য, প্রতি বছরই কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের তরফে আইআইএসসি বেঙ্গালুরু এবং দেশের বিভিন্ন আইআইটি গেট-এর আয়োজন করে। যার মাধ্যমে শুধু ইঞ্জিনিয়ারিং নয়, বিজ্ঞান, বাণিজ্য, কলা এবং অন্য বিষয়ের স্নাতকোত্তর এবং ডক্টরাল প্রোগ্রামে ভর্তির সুযোগ মেলে।
কম্পিউটার নির্ভর বা সিবিটি মাধ্যমে এই পরীক্ষায় সমস্ত বিষয়ের প্রশ্ন হবে ইংরেজি ভাষায়। পরীক্ষার্থীরা সর্বাধিক দু’টি বিষয়ের পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হওয়ার কথা ছিল ২ জানুয়ারি। যা অজ্ঞাতকরণে স্থগিত রাখা হয়েছে। তবে শীঘ্রই অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে হবে বলেও জানানো হয়েছে আইআইটি গুয়াহাটির তরফে।
আরও পড়ুন:
-
এনবিইএমএস-র সিদ্ধান্তে কৃত্রিম মেধা অন্তর্ভুক্ত হচ্ছে মেডিক্যালে, কী বলছেন চিকিৎসকেরা?
-
পরীক্ষার্থীদের ছবি যাচাইয়ের ক্ষেত্রে সমস্যা! জেইই মেন-এর জন্য করা নয়া পদক্ষেপ এনটিএ-এর
-
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-য় ১১৪৬ কর্মীর খোঁজ চলছে, বৃদ্ধি করা হল আবেদনের মেয়াদ
-
বিদেশে পাঠরত মেডিক্যাল পড়ুয়াদের দেশে ফিরে করতে হবে ইন্টার্নশিপ, কী জানিয়েছে এনএমসি?