একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। এই মর্মে গত মাসেই নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে। আবেদনের শেষ দিন ছিল ২৩ ডিসেম্বর। সম্প্রতি আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদনের মেয়াদ বৃদ্ধি করা হল।
ব্যাঙ্কে স্পেশালিস্ট ক্যাডার অফিসার স্তরের কর্মী নিয়োগ করা হবে। পদমর্যাদাগুলি হল— ভিপি ওয়েলথ (এসআরএম), এভিপি ওয়েলথ (এসআরএম) এবং কাস্টোমার রিলেশনশিপ এগ্জ়িকিউটিভ। শূন্যপদের সংখ্যা ১১৪৬। নিযুক্তেরা কলকাতা, গান্ধীনগর, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, গুয়াহাটি, পটনা, নয়া দিল্লি-সহ অন্য শহরে কাজের সুযোগ পাবেন। সংশ্লিষ্ট পদে নিযুক্তদের কাজের চুক্তির মেয়াদ থাকবে পাঁচ বছর।
আরও পড়ুন:
ভিপি ওয়েলথ (এসআরএম) নিযুক্তদের বার্ষিক আয় হবে ৪৪ লক্ষ ৭০ হাজার টাকা। এভিপি ওয়েলথ (এসআরএম) পদে নিযুক্তদের বার্ষিক আয় ৩০ লক্ষ ২০ হাজার টাকা এবং কাস্টোমার রিলেশনশিপ এগ্জ়িকিউটিভ পদে নিযুক্তদের বার্ষিক বেতন হবে ৬ লক্ষ ২০ হাজার টাকা।
ভিপি ওয়েলথ পদে আবেদনকারীদের বয়স ২৬ থেকে ৪২ বছরের মধ্যে হতে হবে। এভিপি ওয়েলথ পদে আবেদন জানাতে বয়স হতে হবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে। অন্য দিকে, কাস্টোমার রিলেশনশিপ এক্জ়িকিউটিভ পদে আবেদন জানানো যাবে বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে হলে। যোগ্যতার বাকি মাপকাঠি মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
সমস্ত পদে নিয়োগের জন্য প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে। প্রার্থীদের এ জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্য ৭৫০ টাকা। তবে এ ক্ষেত্রে ছাড় পাবেন সংরক্ষিত শ্রেণিভুক্তেরা। আগামী ১০ জানুয়ারি আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানতে ব্যাঙ্কের ওয়েবসাইটটি দেখে নিতে হবে।
আরও পড়ুন:
-
আইআইটি খড়্গপুরে শিক্ষকতার সুযোগ, সামলাতে হবে প্রশাসনিক কাজও, যোগ্যতা যাচাই কী ভাবে?
-
যাদবপুরের সিজিসিআরআই-এ পরামর্শদাতা বা ম্যানেজারের খোঁজ, মাসিক বেতন লক্ষাধিক টাকা
-
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি-র সুযোগ, আবেদনের জন্য কোন বিশেষ শর্ত রয়েছে?
-
কোম্পানি সেক্রেটারি প্রফেশনাল উত্তীর্ণ হয়েছেন! প্রশিক্ষণের সুযোগ দেবে কোল ইন্ডিয়া লিমিটেড