বিজ্ঞান গবেষণায় উৎসুক পড়ুয়া থেকে শিক্ষক— সকলের জন্যই কেন্দ্রের তরফে প্রতি বছর ফেলোশিপ বা সাম্মানিক দেওয়া হয়। দেশে বিজ্ঞান গবেষণার প্রতি আগ্রহ বাড়াতেই পদক্ষেপ করে কেন্দ্রের বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রক (ডিএসটি)। চলতি বছরেও মন্ত্রক অধীনস্থ সংস্থা অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ) বেশ কিছু ফেলোশিপের কথা ঘোষণা করেছে।
এএনআরএফ-এর তরফে জেসি বোস গ্রান্ট, ন্যাশনাল পোস্ট ডক্টরাল ফেলোশিপ, অ্যাডভান্সড রিসার্চ গ্রান্ট প্রিপ্রোপোজ়ালস, অ্যাডভান্সড রিসার্চ গ্রান্ট-মেট্রিক্স, ন্যাশনাল সায়েন্স চেয়ার, অ্যাডভান্সড রিসার্চ গ্রান্ট-ফুল প্রোপোজ়ালস, ইনক্লুসিভিটি রিসার্চ গ্রান্ট, প্রাইম মিনিস্টার আর্লি কেরিয়ার রিসার্চ গ্রান্ট এবং রামানুজন ফেলোশিপের কথা ঘোষণা করা হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বিজ্ঞানী, গবেষক এবং অধ্যাপকেরা এই সমস্ত ফেলোশিপ বা গ্রান্টের জন্য আবেদন করতে পারবেন।
আরও পড়ুন:
উল্লিখিত ন’টি ফেলোশিপের মধ্যে জেসি বোস গ্রান্ট এবং রামানুজান ফেলোশিপের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বাকি সাতটি ফেলোশিপের মধ্যে অ্যাডভান্সড রিসার্চ গ্রান্ট প্রিপ্রোপোজ়ালস এবং অ্যাডভান্সড রিসার্চ গ্রান্ট-মেট্রিক্স-এর আবেদন প্রক্রিয়া আগামী ১ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত চলবে। ন্যাশনাল সায়েন্স চেয়ার ফেলোশিপের জন্য ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। ইনক্লুসিভিটি রিসার্চ গ্রান্টের জন্য আবেদন করা যাবে ১ অক্টোবর থেকে ৩ নভেম্বরের মধ্যে। প্রাইম মিনিস্টার আর্লি কেরিয়ার রিসার্চ গ্রান্টের জন্য আবেদন জমা নেওয়া হবে ২ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত।