বিধানসভার পথে এসএসসি মামলায় চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকারা। তবে, এ বার শুধু মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎই নয়, বিধানসভার স্পিকার এবং বিরোধী দলনেতার সঙ্গেও দেখা করতে চান তাঁরা। তাঁদের হাতে ‘যোগ্য’ শিক্ষক শিক্ষিকারা দাবিপত্র তুলে দেবেন। শুক্রবার সেই মতই চাকরিহারাদের পাঁচ প্রতিনিধি বিধানসভায় গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। স্পিকারের হাতে ‘যোগ্য’দের দাবিপত্র তুলে দেন শিক্ষকদের প্রতিনিধি দল।
চলতি সপ্তাহে বিধানসভার অধিবেশন শুরু হয়েছে। সেই কারণেই রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে দেখা করতে চান চাকরিহারারা। তাঁরা মুখ্যমন্ত্রীর হাতে দাবিপত্রও তুলে দেবেন। উল্লেখ্য, বৃহস্পতিবার মধ্যরাত থেকে সেন্ট্রাল পার্কের গায়ে ধর্না মঞ্চে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা আমরণ অনশন কর্মসূচি পালন করছেন।
আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলের অভিযোগ, আন্দোলন দমাতে পুলিশের তরফে বার বার অবস্থানরত শিক্ষকদের ডেকে পাঠানো হচ্ছে। এপ্রিলের এসএসসি অভিযানের তদন্তের স্বার্থে যে সমস্ত ভিডিয়ো ফুটেজের কথা উল্লেখ করা হয়েছে, তাতে কত জন শিক্ষক ছিলেন, সেই বিষয়টি স্পষ্ট করেনি পুলিশ। তাতে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।
‘যোগ্য’ শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ দীর্ঘদিন ধরে যে দাবি নিয়ে আন্দোলনে নেমেছিল, সেই দাবিতেই অনড় তাঁরা। চাকরিহারাদের দাবিগুলি হল—
১) সুপ্রিম কোর্টে পিটিশন রিভিউ ও কিউরেটিভ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পরিকল্পিত ভাবে নতুন পরীক্ষার ফর্ম ফিলআপ করানো যাবে না।
২) যাঁরা ‘যোগ্য’, তাঁদের নামের তালিকা প্রকাশ করে, তা যাচাই ও প্রত্যয়িত করতে হবে এসএসসিকে।
৩) ‘যোগ্য’ এবং ‘অযোগ্য’-দের ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ করতে হবে।
৪) রি-প্যানেলের ব্যবস্থা করে চাকরি ফিরিয়ে দিতে হবে।
৫) যোগ্য চাকরিহারাদের চাকরি যে কোনও মূল্যে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে।
৬) অবিলম্বে এই দাবির সপক্ষে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চাই।
৭) সুপ্রিম কোর্টের কাছে আবেদন, নিরপরাধ শিক্ষক-শিক্ষিকাদের ন্যায়বিচার ফিরিয়ে দিতে রায় পুনর্বিবেচনা করা হোক।

অনশনে এক জন শিক্ষিকা এবং ন’জন শিক্ষক। নিজস্ব চিত্র।
বৃহস্পতিবার দুপুরে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছিলেন ‘যোগ্য’ শিক্ষক শিক্ষিকারা। এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করার দাবি জানানো হলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, অধিকার মঞ্চের আট জন চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে পারবেন।
তবে, এর জন্য এসএসসি ভবনের সামনে থেকে জমায়েত তুলে নেওয়ার নির্দেশও দেয় পুলিশ। এর পরেই শিক্ষকদের প্রতিনিধি দল চেয়ারম্যানের সঙ্গে দীর্ঘ প্রায় ৩ ঘণ্টা বৈঠক করেন। তবে আন্দোলনকারীদের দাবি, কোনও রফা সূত্র বার হয়নি।
এর পরই তাঁরা নিজেদের মধ্যে বৈঠক সিদ্ধান্ত নেন, সমস্ত দাবি মেনে না-নেওয়া পর্যন্ত আমরণ অনশন চালানো হবে। রাত ১২টা থেকেই সেই অনশনে অংশ নেন এক জন শিক্ষিকা এবং ন’জন শিক্ষক।