কলকাতার চলচ্চিত্র শিক্ষা প্রতিষ্ঠানে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। কেন্দ্রীয় তথ্য এবং সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে (এসআরএফটিআই)-এর তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
কোন কোন পদে নিয়োগ
প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যানিমেটর, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট, প্রজেকশন অ্যাসিস্ট্যান্ট, লাইটিং অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে। শূন্যপদ সাতটি।
কোন পদে কত বেতন, আবেদনের যোগ্যতা কী?
প্রফেসর পদে বেতন ৭৮,৮০০ টাকা থেকে ২,০৯,২০০ টাকা। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এডিটিং-এ পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। ৫২ বছরের মধ্যে বয়স হতে হবে।
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে বেতন মিলবে মাসে ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা। স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। প্রার্থীর বয়স ৩৭ বছরের মধ্যে হতে হবে।
অ্যানিমেটর পদে ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকার মধ্যে বেতন হবে। ফাইন আর্টস বিষয়ে ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।
পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রেও ৩২ বছর থাকতে হবে প্রার্থীর বয়স। প্রতি মাসে বেতন মিলবে ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা।
ক্যামেরা অ্যাসিস্ট্যান্ট পদে বেতন মিলবে ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত। প্রার্থীর বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে।
প্রজেকশন অ্যাসিস্ট্যান্ট এবং লাইটিং অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে। ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকার মধ্যে বেতন হবে।
আরও পড়ুন:
আবেদন করবেন কী ভাবে?
এসআরএফটিআই-এর ওয়েবসাইটে (srfti.ac.in) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৫ অগস্ট। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে এসআরএফটিআই-এর ওয়েবসাইটটি দেখে নিতে হবে।