রাষ্ট্রায়ত্ত সংস্থায় কর্মখালি। সাউথ ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফুল টাইম অ্যাডভাইজ়ার পদে কর্মী নিয়োগ করা হবে। তাঁর কর্মস্থল হবে ছত্তিসগঢ়।
সংশ্লিষ্ট পদে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট কিংবা ফিনান্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। প্রার্থীদের বয়স ৬০ বছর থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে। এ ক্ষেত্রে পূর্বে রেলের কোনও প্রকল্পে ডিরেক্টর কিংবা সমতুল্য পদে কাজ করেছেন এবং বর্তমানে অবসর গ্রহণ করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন:
নিযুক্ত ব্যক্তির জন্য ৩৭ হাজার ৫০০ টাকা থেকে ১ লক্ষ ৫০ হাজার টাকা প্রতি মাসে সাম্মানিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। তাঁকে এক বছরের চুক্তিতে কাজে বহাল রাখা হবে। তবে কাজের নিরিখে ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে।
আগ্রহীদের ইমেল মারফত কিংবা ডাকযোগে আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৭ মে। আবেদন সংক্রান্ত শর্তাবলি জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।