আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মখালি। হাসপাতালের মোট ১৭টি বিভাগে কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ১৭টি।
সংশ্লিষ্ট পদের জন্য ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি এবং ডক্টর অফ মেডিসিন (এমডি) ডিগ্রি কিংবা মাস্টার অফ সার্জারি (এমএস) ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তবে, তাঁদের ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। এ ছাড়াও সিনিয়র রেসিডেন্ট হিসাব পূর্বে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
নিযুক্তদের কার্ডিয়োলজি, পেডিয়াট্রিক মেডিসিন, নিউরোমেডিসিন, চেস্ট মেডিসিন, জেনারেল সার্জারি-র মতো বিভাগে নিয়োগ করা হবে। মোট ছ’মাসের চুক্তিতে তাঁদের কাজ চলবে।
২২ মে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তার আগে ১৯ মে সশরীরে আবেদনপত্র জমা দিতে হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।