ন্যাশনাল জুট ম্যানুফ্যাকচার্স কর্পোরেশন লিমিটেডের কলকাতার অফিসে কর্মখালি। সংস্থার তরফে জানানো হয়েছে, ডেপুটি জেনারেল ম্যানেজার/ জেনারেল ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
উল্লিখিত পদের জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যাকাউন্ট্যান্ট কিংবা ফিনান্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে তাঁদের ১৫ বছর ফিনান্সিয়াল অপারেশন, অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশন নিয়ে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
আগ্রহীদের বয়স ৬২ বছরের মধ্যে হতে হবে। নিযুক্ত ব্যক্তির জন্য প্রতি মাসে ৮০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
আগ্রহীদের ইমেল মারফত কিংবা ডাকযোগে আবেদন জমা দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি পাঠানো প্রয়োজন। আবেদনের শেষ দিন ১৫ মে। আবেদন সংক্রান্ত বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।