রাজ্যের সরকারি হাসপাতালে নির্দিষ্ট সময়ের চুক্তিতে চাকরির সুযোগ। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের হসপাতালে কর্মী নিয়োগ করা হবে। প্রাথমিক ভাবে এক বছরের চুক্তির ভিত্তিতে মেডিক্যাল অফিসার হিসাবে নিযুক্তকে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
৪৪ দিনের চুক্তিতে নিযুক্তকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে কাজ করতে হবে। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে পূর্বে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন ব্যক্তি নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। তাঁর ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি থাকা আবশ্যক।
আরও পড়ুন:
কন্ট্রাকচুয়াল মেডিক্যাল অফিসার পদে নিযুক্তকে পারিশ্রমিক হিসাবে এক লক্ষ টাকা দেওয়া হবে। প্রার্থীদের ৫৫ বছরের মধ্যে বয়স হওয়ার প্রয়োজন। মোট ৪৪ দিনের চুক্তিতে উল্লিখিত বিভাগে কাজ চলবে।
আগ্রহীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ নথি-সহ আবেদনপত্র নিয়ে সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে। সঙ্গে ২০০ টাকার ডিমান্ড ড্রাফট রাখা প্রয়োজন। ৯ মে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের হাজরার ক্যাম্পাসে ইন্টারভিউ নেওয়া হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।