রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত নিয়োগ-বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিযুক্ত ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে পারবেন। তবে, আবেদনকারীদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) বা স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) কিংবা স্টেট লেভেল এলিজিবিলিটি টেস্ট (স্লেট)— এর মধ্যে যে কোনও একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
আরও পড়ুন:
আবেদনকারীদের বয়স ৫৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। এ ছাড়াও কোনও স্বীকৃত জার্নালে অন্তত দু’টি গবেষণাপত্র প্রকাশিত হওয়া প্রয়োজন। নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৫৭ হাজার টাকা ৭০০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে।
ডাকযোগে আগ্রহীদের আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ দিন ২৩ মে। ১,০০০ টাকা আবেদনমূল্য জমা দিয়ে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।