রেলের দক্ষিণ পূর্ব শাখায় কালচারাল কোটার অধীনে চাকরির সুযোগ রয়েছে। ওই বিভাগের গ্রুপ ‘সি’ পদে দু’জনকে নিয়োগ করা হবে। দ্বাদশ উত্তীর্ণ থেকে ডিগ্রি প্রাপ্ত ব্যক্তি— বিশেষ শর্তে আবেদনের সুযোগ পাবেন সকলেই।
ভারতনাট্যম, কত্থক, কথাকলি, মণিপুরি, ওড়িশি, কুচিপুরি— এর মধ্যে যে কোনও একটি ঘরানার নাচে দক্ষ ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এর সঙ্গে ভায়োলিন, সিন্থেসাইজ়ার, হারমোনিয়াম-এর মধ্যে যে কোনও একটি বাদ্যযন্ত্র বাজাতে দক্ষ এমন ব্যক্তিকেও নিয়োগ করা হবে। তবে, তাঁদের নিজ নিজ ক্ষেত্রে সরকারি স্বীকৃতি থাকা দরকার। এ ছাড়াও প্রতি মিনিটে ৩০টি ইংরেজি বা ২৫টি হিন্দি শব্দ টাইপ করতে পারার দক্ষতা থাকা চাই।
আরও পড়ুন:
১৮ থেকে ৩০ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। আবেদনকারীদের লিখিত পরীক্ষা দিতে হবে। এ ছাড়াও নাচ এবং গানের জন্য প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনও করা হবে।
আবেদনের জন্য ৫০০ টাকা ফি হিসাবে ধার্য করা হয়েছে। অনলাইনে আবেদনের জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট সেল-এর পোর্টাল ২৯ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চালু থাকবে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।