সিজিএল-এর দ্বিতীয় পর্বের পরীক্ষা ১৮ থেকে ১৯ জানুয়ারি হতে চলেছে। স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) ওই পরীক্ষার সূচিতে রদবদল করেছে। নতুন সূচি অনুযায়ী, প্রথম দিন স্কিল টেস্ট এবং দ্বিতীয় দিন রাশিবিজ্ঞান, ম্যাথ্মেটিক্যাল এবিলিটিজস, রিজ়নিং অ্যান্ড জেনারেল নলেজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কম্প্রিহেনশন অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, কম্পিউটার নলেজ টেস্ট। এর আগে প্রথম দিন বিষয়ের পরীক্ষা এবং দ্বিতীয় দিনে দক্ষতা যাচাই করার কথা ঘোষণা করেছিল কমিশন।
সেপ্টেম্বর মাসে সিজিএল-এর প্রথম পর্বের পরীক্ষা নেওয়া হয়েছিল। তবে, যান্ত্রিক গোলযোগ ও প্রযুক্তিগত সমস্যার কারণে ওই পরীক্ষা দ্বিতীয় বার দিতে হয়েছিল পরীক্ষার্থীদের। ১৪ অক্টোবর দেশের নির্দিষ্ট কেন্দ্রে কম্পিউটার বেসড টেস্ট-এর মাধ্যমে পরীক্ষা হয়েছিল। এর পরে ১৯ ডিসেম্বর দ্বিতীয় পর্বের দিন ও সূচি প্রকাশ করে এসএসসি।
এ ছাড়াও ২০২৬-এ পুলিশ বাহিনীতে কনস্টেবল, রাইফেল ম্যান, হাবিলদার, মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগও হতে চলেছে। এসএসসি ওই সমস্ত পদের জন্য পরীক্ষা নেবে। হাবিলদার ও মাল্টিটাস্কিং স্টাফ এগ্জ়ামিনেশন ৪ ফেব্রুয়ারি শুরু হবে। ‘সেলফ স্লট সিলেকশন’-এর জন্য ১৫ জানুয়ারি থেকে আবেদন শুরু হতে চলেছে। সেন্ট্রাল আর্মড ফোর্সে কনস্টেবল এবং অসম রাইফেলস-এ রাইফেল ম্যান নিয়োগের পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
উল্লেখ্য, ২০২৫-এর কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল এগজ়ামিনেশন-এর জন্য এই নতুন ব্যবস্থা চালু করেছিল এসএসসি। সেই নিয়মই অন্য পরীক্ষার জন্য কার্যকর করতে চাইছে কমিশন। নতুন ব্যবস্থায় পরীক্ষার্থীরা সহজেই নিজের পছন্দের পরীক্ষাকেন্দ্র, দিন বা কোন পর্বে পরীক্ষা দেবেন, তা বেছে নিতে পারবেন।