ইঞ্জিনিয়ার নিয়োগ করবে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। রাষ্ট্রায়ত্ত সংস্থার সালেম প্লান্ট-এ সেফটি বিভাগের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং বয়েলার অপারেশন বিভাগের জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েট পদে কর্মী প্রয়োজন। শূন্যপদ ৭টি।
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ইঞ্জিনিয়ারিং শাখার যে কোনও বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের কোনও ফ্যাক্টরিতে সুপারভাইজ়ার কিংবা সমতুল পদে অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
এ ছাড়াও ইন্ডাস্ট্রিয়াল সেফটি বিষয়ে স্নাতকোত্তর স্তরের কোর্স সম্পূর্ণ করেছেন, বা ডিপ্লোমা অর্জন করেছেন, এমন ব্যক্তিদের আবেদনও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য গ্রহণ করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীদের তামিল ভাষায় সাবলীল হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েট পদে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, পাওয়ার প্লান্ট, প্রোডাকশন, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়োগ করা হবে। তাঁদের ফার্স্ট ক্লাস বয়েলার অ্যাটেন্ডেন্ট-এর সার্টিফিকেট থাকা আবশ্যক।
অনূর্ধ্ব ৩০ বছর বয়সিরা উল্লিখিত পদে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষা এবং অনলাইনে টেস্টের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। মোট এক বছরে প্রবেশন পিরিয়ডে প্রশিক্ষণের পর স্থায়ী পদে কাজ শুরু করতে পারবেন নিযুক্তেরা। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ২৬ হাজার ৬০০ টাকা থেকে শুরু করে ১ লক্ষ ৬০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীদের স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে আবেদন জমা দিতে হবে। আবেদনমূল্য হিসাবে ৫০০ থেকে ৭০০ টাকা ধার্য করা হয়েছে। আবেদনের শেষ দিন ২৬ অক্টোবর।