টি বোর্ড অফ ইন্ডিয়া-এ চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি বিজ্ঞপ্তি দিয়ে সে কথা জানানো হয়েছে সংস্থার তরফে। ইঞ্জিনিয়ারিং পড়ুয়ারাই সংশ্লিষ্ট পদে আবেদনের সুযোগ পাবেন। আগ্রহীরা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় তাঁদের আবেদনপত্র পাঠাতে পারবেন। আগামী ১৫ জানুয়ারি আবেদনের শেষ দিন।
সংস্থায় ফ্যাক্টরি অ্যাডভাইসার প্রয়োজন। মোট শূন্যপদ পাঁচটি। নিযুক্তদের প্রথমে এক বছরের চুক্তির ভিত্তিতে সংস্থায় নিয়োগ করা হবে। পোস্টিং হতে পারে দেশের যে কোনও প্রান্তে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৬০,০০০ টাকা। এ ছাড়া অন্য খাতেও দেওয়া হবে অতিরিক্ত টাকা।
আরও পড়ুন:
প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হলে সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন। সংরক্ষিতদের ক্ষেত্রে ছাড় মিলবে। এ ছাড়া, তাঁদের মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন বা এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। দু’বছরের পেশাগত অভিজ্ঞতা থাকলে মিলবে অগ্রাধিকার।
ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে সংস্থায় কর্মী নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের সমস্ত নথি নিয়ে সেখানে উপস্থিত হতে হবে। এ বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।