কলকাতা বিশ্ববিদ্যালয় দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের জীবনশৈলী নিয়ে গবেষণা করছে। সম্প্রতি প্রতিষ্ঠানের এডুকেশন বিভাগের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তাতে জানানো হয়েছে, এটি আন্তর্জাতিক স্তরের গবেষণা প্রকল্প। কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ প্রচেষ্টায় প্রকল্পটিতে কাজ করা হবে। প্রকল্পটিতে কাজের জন্য কর্মী প্রয়োজন।
সুন্দরবনে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এই সব কিছু নারী-পুরুষ নির্বিশেষে সেখানকার মানুষের জীবনে কী ভাবে ভিন্ন প্রভাব ফেলে, এই নিয়েই গবেষণা চলবে। তার জন্য প্রয়োজন প্রজেক্ট ফেলো, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং রিসার্চ অ্যাসোসিয়েটের। এক বছরের কাজের সুযোগ রয়েছে প্রকল্পটিতে। পদ অনুযায়ী ফেলোশিপ দেওয়া হবে ১৫ হাজার, ১৬ হাজার এবং ২০ হাজার টাকা। আবেদনের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর/পিএইচডি যোগ্যতা থাকা চাই।
আরও পড়ুন:
আবেদনের জন্য বিজ্ঞপ্তিটি দেখা যাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.caluniv.ac.in) থেকে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ১৪ অগস্ট আবেদনপ্রক্রিয়ার শেষ দিন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি দেখুন।