রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে কর্মী নিয়োগ করা হবে। পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জন্য এই নিয়োগ। রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে গেলেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেখা যাবে। প্রার্থী নিয়োগ করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে।
হাউস স্টাফ নিয়োগ করা হবে। ২০২৫-২০২৬ অর্থবর্ষের জন্য এই নিয়োগ। ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেল্থ সায়েন্সেস থেকে যাঁরা সদ্য ইন্টার্নশিপ সম্পূর্ণ করেছেন, তাঁদের আগে সুযোগ দেওয়া হবে। তারপর এক বছর আগে যাঁরা ইন্টার্নশিপ সম্পূর্ণ করেছেন, তাঁরা সুযোগ পাবেন। প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আরও পড়ুন:
ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। ২৬ জুন ইন্টারভিউ হবে। ওই দিন প্রার্থীকে প্রয়োজনীয় নথি এবং আবেদনপত্র নিয়ে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় যেতে হবে। প্রয়োজনীয় কী কী নথি লাগবে এবং ইন্টারভিউয়ের ঠিকানা-সহ বিস্তারিত তথ্য জানা যাবে রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে দেখা যাবে বিজ্ঞপ্তিটি।