প্রতীকী চিত্র।
উদুপি কোচিন শিপইয়ার্ড লিমিটেডে কর্মী প্রয়োজন। প্রতিষ্ঠানের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) হিসাবে মোট ১৪ জনকে নিয়োগ করা হবে। দশম উত্তীর্ণ হয়েছেন, এমন ব্যক্তিরা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (আইটিআই)-এ ট্রেনি হিসাবে প্রশিক্ষণ নিতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের আইটিআই শংসাপত্র থাকতে হবে।
যে সমস্ত ট্রেডে নিযুক্তদের প্রশিক্ষণ দেওয়া হবে, সেগুলি হল— ডিজ়েল মেকানিক, বেঞ্চ ফিটার্স, ইনস্ট্রুমেন্ট মেকানিক্স, ইলেক্ট্রনিশিয়ান, ওয়েল্ডার্স, প্লাম্বার্স। এ ক্ষেত্রে প্রার্থীদের বয়স ১৮ বছরের ঊর্ধ্বে হওয়া প্রয়োজন।
মোট এক বছরের জন্য তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রার্থীদের বাছাই করা হবে দশমের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের নিরিখে। প্রশিক্ষণ চলাকালীন নিযুক্তরা মাসে আট হাজার টাকা ভাতা পাবেন। উল্লেখ্য, প্রতিষ্ঠানের কর্নাটকের দফতরে চলবে প্রশিক্ষণ।
আগ্রহীদের আবেদনের জন্য আলাদা করে কোনও ফি জমা দিতে হবে না। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা মোতাবেক আবেদন জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৪ নভেম্বর। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy