বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) জুনিয়র রিসার্চ ফেলো খুঁজছে। ওই কাজের জন্য ইউজিসি-ডিএই কনসর্টিয়াম ফর সায়েন্টিফিক রিসার্চের কলকাতার দফতরে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
সংশ্লিষ্ট বিভাগে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের লাইফ সায়েন্স শাখার কোনও বিষয়ে স্পেশালাইজ়েশন থাকা আবশ্যক। এ ক্ষেত্রে প্রাণিবিদ্যা, উদ্ভিদবিদ্যা, বায়োকেমিস্ট্রি, বায়োফিজ়িক্স, মলিকিউলার বায়োলজি, জেনেটিক্স, বায়োটেকনোলজি বিষয়ের মধ্যে যে কোনও একটি স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও চলবে। তবে উভয় ক্ষেত্রে গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) কিংবা স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) উত্তীর্ণ হওয়া আবশ্যক।
আরও পড়ুন:
কাজের জন্য অনূর্ধ্ব ২৮ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন। যে ব্যক্তি সংশ্লিষ্ট কাজ নিযুক্ত হবেন, তিনি পিএইচডিও করতে পারবেন। মোট তিন বছরের চুক্তিতে জুনিয়র রিসার্চ ফেলো হিসাবে কাজ করতে হবে।
ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। এই বিষয়ে বিশদ তথ্য ইউজিসি-ডিএই কনসর্টিয়াম ফর সায়েন্টিফিক রিসার্চের ওয়েবসাইটে (csr.res.in) প্রকাশিত হয়েছে। আবেদনের শেষ দিন ৭ অগস্ট। বাছাই করা প্রার্থীদের অনলাইনে ইন্টারভিউ নেওয়া হবে।