Advertisement
E-Paper

প্রতিরক্ষা বিভাগে প্রযুক্তির প্রয়োগ কৌশল শেখার সুযোগ, স্নাতকেরাও পাবেন বিশেষ প্রশিক্ষণ

মোট ছ’মাস প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের সময় প্রতি মাসে ৩০ হাজার টাকা ভাতা (স্টাইপেন্ড) হিসাবে ধার্য করা হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ১৫:২৯
Graduates will have the opportunity to learn on the job in the presence of technicians in the defense system of the Indian Army.

ভারতীয় সেনার প্রতিরক্ষা ব্যবস্থায় প্রযুক্তিবিদদের উপস্থিতিতে স্নাতকরা কাজ শেখার সুযোগ পাবেন। প্রতীকী চিত্র।

ভারতীয় সেনার প্রতিরক্ষা ব্যবস্থায় প্রযুক্তিবিদদের অবদান অনস্বীকার্য। তাঁরা মহাকাশ এবং প্রতিরক্ষা বিভাগে কী ধরনের প্রযুক্তির ব্যবহার করে থাকেন, কেমন ভাবে গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হয়— তার সবটাই শেখার সুযোগ রয়েছে। এ জন্য কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হয়েছে।

মন্ত্রক অধীনস্থ ডিফেন্স প্রোডাকশন বিভাগের ইনোভেশনস ফর ডিফেন্স এক্সিলেন্সের তরফে ‘ডিফেন্স এক্সপ্লোরেশন অ্যান্ড লার্নিং’ শীর্ষক ইন্টার্নশিপের মাধ্যমে ওই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন বিশেষজ্ঞদের ক্লাস করার পাশাপাশি, হাতে কলমে প্রশিক্ষণেরও সুযোগ থাকছে। আগ্রহীদের বয়স ২৬ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি শাখায় স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা প্রশিক্ষণ নিতে পারবেন। এ ক্ষেত্রে যাঁরা স্নাতক স্তরের চূড়ান্ত পর্বে পড়াশোনা করছেন, তাঁদের আবেদনও গ্রহণ করা হবে। তবে, অ্যাপ্রেন্টিসশিপের প্রশিক্ষণ পেয়েছেন, এমন প্রার্থীদের এই ক্ষেত্রে যোগ্য হিসাবে বিবেচনা করা হবে না।

চলতি বছরের ২৫ জুলাই পর্যন্ত অনলাইনে ফর্ম পূরণের মাধ্যমে আবেদনের সুযোগ রয়েছে। ৩১ জুলাইয়ের মধ্যে বাছাই করা প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে। ইন্টার্নশিপ ৬ অগস্ট থেকে শুরু হতে চলেছে।

মোট ছ’মাসের ইন্টার্নশিপে বাস্তবভিত্তিক কাজের অভিজ্ঞতা, বিভিন্ন ধরনের প্রকল্পে দক্ষতা প্রকাশের সুযোগ থাকছে। এ ছাড়াও প্রশিক্ষণ শেষে মন্ত্রকের তরফে একটি শংসাপত্র এবং প্রতি মাসে ভাতা (স্টাইপেন্ড) হিসাবে ৩০ হাজার টাকা দেওয়া হবে। এই বিষয়ে আরও তথ্য জানতে হলে ডিফেন্স প্রোডাকশন বিভাগের ওয়েবসাইটে (ddpmod.gov.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

Ministry of Defence Career Options After BSc
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy