কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষক প্রয়োজন। ওই বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স বিভাগের একটি গবেষণা প্রকল্পে কর্মী প্রয়োজন। ওই প্রকল্পে ‘রিসার্চ পার্সোনাল’ প্রয়োজন। এক জনকেই ওই কাজে নিয়োগ করা হবে।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স বিভাগে সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধির নেপথ্যের কারণ খুঁজতে গবেষণার কাজ চলছে। তাতেই ‘রিসার্চ পার্সোনাল’ নিয়োগ করা হবে। নিযুক্তের সমুদ্রবিজ্ঞান কিংবা সমতুল বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকা প্রয়োজন। এ ক্ষেত্রে মেরিন সায়েন্স বিভাগে পিএইচডি ডিগ্রি কোর্সে ভর্তি হয়েছেন, এমন প্রার্থীকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন:
নিযুক্তের জন্য প্রতি মাসে ১৮ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। তাঁকে নির্দিষ্ট সময়ের জন্য ওই কাজে বহাল রাখা হবে। আগ্রহীরা ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
ইন্টারভিউয়ের দিন জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, একটি ছবি সঙ্গে রাখা দরকার। আবেদনপত্র ২৭ নভেম্বরের মধ্যে জমা দিতে হবে।