স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের গবেষক হিসাবে কাজের সুযোগ দেবে নর্থ ইস্টার্ন হিল ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজ়নেস ম্যানেজমেন্ট অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগের গবেষণা প্রকল্পে কর্মী প্রয়োজন। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজ়েশন (ডিআরডিও) অর্থপুষ্ট ওই প্রকল্পে রিসার্চ অ্যাসোসিয়েট, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড ইনভেস্টিগেটর পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ পাঁচটি।
সমাজবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন। তাঁদের গবেষণামূলক কাজে বা শিক্ষকতায় পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগ ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
আরও পড়ুন:
মোট তিন মাসের চুক্তিতে কাজ চলবে। নিযুক্তদের তথ্য এবং নমুনা সংগ্রহ করার কাজ করতে হবে। তাঁদের প্রতি মাসে পারিশ্রমিক হিসাবে ২০ হাজার টাকা থেকে ৪৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।
আগ্রহীরা ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ২১ নভেম্বর। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।