কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং শাখায় পাঠরত পড়ুয়ারা পাবেন ইন্টার্নশিপের সুযোগ। তাঁদের প্রশিক্ষণ দেবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ, কলকাতা। প্রতিষ্ঠানের তরফে আয়োজিত উইন্টার ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে এক মাস অর্থাৎ চার সপ্তাহের জন্য প্রশিক্ষণ পর্ব চলবে।
পড়ুয়াদের রিকনস্ট্রাকশন, আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিং, ভাইব্রেশন কন্ট্রোল, জিয়োটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, কংক্রিট ইঞ্জিনিয়ারিং, সাপ্লাই চেন ম্যানেজমেন্ট, ক্যাড/ক্যাম, ডিজিটাল পেডাগজি, রিনিউবেল এনার্জি, ভিএলএসআই ডিজ়াইন, মেশিন লার্নিং, কৃত্রিম মেধা, সাইবার সুরক্ষার মতো বিষয়গুলি হাতেকলমে শেখানো হবে।
আরও পড়ুন:
সিভিল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, টেকনিক্যাল এডুকেশন বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর স্তরের দ্বিতীয় বর্ষে পাঠরত পড়ুয়ারা এই ইন্টার্নশিপটি করার সুযোগ পাবেন। থিয়োরি ভিত্তিক পড়াশোনার সঙ্গে প্রশিক্ষণও চলবে।
ইন্টার্নশিপে আগ্রহীদের জন্য ২ হাজার টাকা ফি হিসাবে ধার্য করা হয়েছে। অনলাইনে ওই ফি এবং আবেদন ২৮ নভেম্বর পর্যন্ত গ্রহণ করা হবে। কী ভাবে আবেদন করতে হবে, কী ভাবে যোগ্যতা যাচাই করা হবে, এই সংক্রান্ত বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।