উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় দেবে গবেষণার সুযোগ। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং বিভাগের একটি প্রকল্পে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট পদে নিয়োগের জন্য ইন্টারভিউ নেওয়া নেবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
তিন বছরের চুক্তিতে ডিপার্টমেন্ট অফ অ্যাটমিক এনার্জি-র অর্থপুষ্ট প্রকল্পে নিযুক্তকে কাজ করতে হবে। তাঁর চাষযোগ্য শস্য নিয়ে গবেষণার পূর্ব অভিজ্ঞতা থাকা চাই। তবে, ওই পদে ক’জনকে নিয়োগ করা হবে, সেই সম্পর্কে কোনও তথ্য বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়নি।
আরও পড়ুন:
জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিং বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্ন ব্যক্তিরা ওই পদের জন্য ইন্টারভিউয়ে যোগদান করতে পারবেন। তবে, প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
আগ্রহীদের প্রথমে ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১০ ডিসেম্বর। এর পর বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেবেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১২ ডিসেম্বর ইন্টারভিউ হতে চলেছে।