বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর প্রার্থীদের জন্য কাজের সুযোগ। কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল হেল্থ সিস্টেমস রিসোর্স সেন্টারের নয়াদিল্লির দফতরে কর্মী নিয়োগ করা হবে।
কোন পদে কর্মী প্রয়োজন?
কনসালট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। অনূর্ধ্ব ৬০ বছর বয়সি প্রার্থীদের নিয়োগ করা হবে।
কাজের ধরন:
- এক বছর চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে।
- আনুষ্ঠানিক কর্মসূচির পরিকল্পনা এবং আয়োজন করতে হবে।
- ফাইল মেন়টেন্যান্স, মিটিং শিডিউল, ট্রাভেল প্ল্যান, অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত বিষয়ে কাজ করার দক্ষতা থাকা প্রয়োজন।
- কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে কাজ করতে হবে।
আরও পড়ুন:
কারা আবেদন করতে পারবেন?
এই পদে হিসাবশাস্ত্র বিষয়ে স্নাতকোত্তর প্রার্থীদের নিয়োগ করা হবে। তবে প্রার্থীদের পাঁচ বছর কেন্দ্রীয় সংস্থায় অ্যাকাউন্টস বিভাগে কাজ করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। ১৫ বছর বা তার বেশি অভিজ্ঞতা সম্পন্ন অবসরপ্রাপ্ত ব্যক্তিদের আবেদনও গ্রহণ করা হবে।
এই পদে অনলাইনে প্রার্থীদের আবেদন করতে হবে। ন্যাশনাল হেল্থ সিস্টেমস রিসোর্স সেন্টারের ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে উল্লিখিত ফরম্যাট আবেদন পত্র পেশ করতে হবে। ২২ অগস্ট আবেদন গ্রহণের শেষ দিন। প্রার্থীরা অন্যান্য তথ্যের জন্য ওয়েবসাইট দেখে নিতে পারেন।