কেন্দ্রীয় সংস্থার বিভিন্ন পদে কর্মখালি। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইমপ্লিমেন্টেশন রিসার্চ অন নন-কমিউনিকেবল ডিজ়িজেস-এ কর্মী নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পদে প্রার্থী প্রয়োজন।
কাদের নিয়োগ করা হবে?
সংশ্লিষ্ট পদে অ্যানথ্রোপোলজি, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়গুলিতে স্নাতকোত্তীর্ণ হয়েছেন, এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট তথা আইটিআই শংসাপত্র রয়েছে, এমন প্রার্থীদেরও নিয়োগ করা হবে।
আবেদনকারীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
-
কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ, রইল বিশদ
-
সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে কর্মখালি, রইল বিশদ
-
পরীক্ষার মাধ্যমে ভারতীয় রেলে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের শর্তাবলি
-
কেন্দ্রীয় সংস্থায় ওয়েব ডেভেলপার পদে প্রার্থী নিয়োগ, কারা আবেদন করতে পারবেন?
আবেদন এবং নিয়োগ সংক্রান্ত শর্তাবলি:
- চুক্তির ভিত্তিতে নির্দিষ্ট সময়ের জন্য কাজ করতে হবে।
- লিখিত পরীক্ষা এবং কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে চূড়ান্ত নিয়োগ করা হবে।
- পদের নিরিখে মাসে ১৯ হাজার থেকে ১ লক্ষ ১২ হাজার টাকা বেতন দেওয়া হবে।
এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের জীবনপঞ্জি, শংসাপত্র-সহ অন্যান্য নথি ডাকযোগে পাঠাতে হবে। আবেদন গ্রহণ করা হবে ৩১ অগস্ট পর্যন্ত। নিয়োগ এবং পদ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।