রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা নিয়োগ করা হবে চিকিৎসক, ইঞ্জিনিয়ার। ন্যাশনাল ইনসিওরেন্স কোম্পানির অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ ২৬৬টি।
ওই পদে চিকিৎসা, আইন, ফিনান্স, ইনফরমেশন টেকনোলজি, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এবং যে কোনও বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নরা আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের স্নাতক কিংবা স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে।
আরও পড়ুন:
২১ থেকে ৩০ বছর বয়সিরা উল্লিখিত পদের জন্য আবেদন করতে পারবেন। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। তাঁরা অনলাইনে পরীক্ষা দিতে পারবেন। পশ্চিমবঙ্গ-সহ মোট ৩৩ রাজ্যের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।
আবেদনের জন্য ১,০০০ টাকা ফি হিসাবে ধার্য করা হয়েছে। অনলাইনে ১২ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। ২০ জুলাই এবং ৩১ অগস্ট পরীক্ষা নেওয়া হবে। এই বিষয়ে আরও তথ্য জানতে হলে সংস্থার ওয়েবসাইটে (nationalinsurance.nic.co.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।