বিটেক পড়ছেন? প্রজেক্ট ইন্টার্ন হিসাবে কাজ শেখার সুযোগ রয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনিক্যাল টিচার্স ট্রেনিং অ্যান্ড রিসার্চ (এনআইটিটিটিআর)-এর কলকাতায় ওই পদে কর্মখালি রয়েছে। এর জন্য অনলাইনে ইন্টারভিউ নেওয়া হবে। শূন্যপদ দু’টি।
সংশ্লিষ্ট পদে ইঞ্জিনিয়ারিং শাখায় পাঠরতদের নিয়োগ করা হবে। এর জন্য মেকাট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেক্ট্রনিক্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কিংবা সমতুল্য বিষয়ে অন্তত দ্বিতীয় বর্ষের পড়াশোনা সম্পূর্ণ থাকা চাই।
আরও পড়ুন:
এ ছাড়াও তাঁদের জাভা, ইমেজ প্রসেসিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন ল্যাঙ্গুয়েজ, ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে জানতে হবে। মোট এক মাসের চুক্তিতে নিযুক্তদের কাজ করতে হবে। পরে ওই মেয়াদ আরও তিন মাসের জন্য বর্ধিত করা হতে পারে।
নিযুক্তেরা ১২ হাজার ভাতা হিসাবে পাবেন। অনলাইনে ১২ জুন পর্যন্ত আবেদনের সুযোগ থাকছে। ১৩ জুন অনলাইনেই ইন্টারভিউ নেওয়া হবে। এই বিষয়ে বিশদ জানতে মূল বিজ্ঞপ্তিটি এনআইটিটিটিআর কলকাতার ওয়েবসাইটে (www.nitttrkol.ac.in) গিয়ে দেখে নিতে পারেন।