রসায়নে স্নাতক হয়েছেন? কেন্দ্রীয় সরকার অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানে গবেষণার সুযোগ পেতে পারেন। ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের একটি গবেষণা প্রকল্পে এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। শূন্যপদ দু’টি।
কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অধীনস্থ এই শিক্ষা প্রতিষ্ঠানের নাগপুরের কেন্দ্রে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।
আরও পড়ুন:
উল্লিখিত পদে নিযুক্তদের বিভিন্ন জায়গা থেকে সমীক্ষা গ্রহণ, তথ্য সংগ্রহের কাজ করতে হবে। এর জন্য পূর্বে গবেষণাগারে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। তাঁদের বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
নিযুক্তেরা প্রতি মাসে ২০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে পাবেন। আগ্রহীদের সরাসরি ১৭ জুন ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটে ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে। ওই দিন প্রার্থীদের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্রের মতো আনুষঙ্গিক নথি সঙ্গে থাকা আবশ্যক। ইন্টারভিউ সংক্রান্ত বিশদ তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইট (recruitment.neeri.res.in) থেকে দেখে নিতে পারেন।