বোস ইনস্টিটিউটের গবেষণা প্রকল্পে কর্মখালি। প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে ওই গবেষণাগারের বায়োলজিক্যাল সায়েন্সেস বিভাগের প্রকল্পে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
রসায়নে কিংবা জীববিদ্যায় স্নাতক হয়েছেন, এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে তাঁদের বায়োকেমিস্ট্রি অথবা অর্গানিক কেমিস্ট্রি নিয়ে কাজের দক্ষতা থাকা প্রয়োজন। বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে।
আরও পড়ুন:
নিযুক্ত ব্যক্তিকে ৫ মে, ২০২৮ পর্যন্ত চুক্তিতে ভিত্তিতে সংশ্লিষ্ট পদে কাজ করতে হবে। তাঁর জন্য প্রতি মাসে ২০ হাজার টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রকল্পে কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজির তরফে আর্থিক অনুদান দেওয়া হবে।
আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। এর জন্য তাঁদের আবেদনপত্রের সঙ্গে জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং অন্যান্য নথি পাঠানো আবশ্যক। আবেদনের শেষ দিন ১২ জুন। এই বিষয়ে বিশদ জানতে বোস ইনস্টিটিউটের ওয়েবসাইটে (jcbose.ac.in) গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।