বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে জুনিয়র রিসার্চ ফেলো প্রয়োজন। ওই বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের একটি গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।
রসায়নে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিরা গবেষক হিসাবে আবেদনের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের অর্গানিক কেমিস্ট্রিতে স্পেশালাইজ়েশন থাকা প্রয়োজন। একই সঙ্গে তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হতে হবে।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট কাজের জন্য অনূর্ধ্ব ২৮ বছর বয়সিরা আবেদনের সুযোগ পাবেন। তবে, নিযুক্তকে নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজে বহাল রাখা হবে। এ জন্য তাঁকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক এবং বাড়িভাড়া বাবদ ভাতাও দেওয়া হবে।
ই-মেল মারফত বা ডাকযোগে আবেদনপত্র জমা দেওয়া যাবে। এ জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিতে দেওয়া ই-মেল আইডি এবং ঠিকানা দেখে নিতে পারেন। আবেদনের শেষ দিন ৯ সেপ্টেম্বর।