রাজ্য সরকারের অধীনে চাকরির সুযোগ। ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস-এর অধীনে অডিট অফিসার নিয়োগ হতে চলেছে। শূন্যপদ একটি।
অডিট অফিসার হিসাবে রাজ্য সরকারি বিভাগের অবসরপ্রাপ্ত কর্মীদের নিয়োগ করা হবে। আগ্রহীদের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিসেস-এর প্রাক্তন সদস্য হওয়া আবশ্যক। সরকারি দফতরে তাঁদের অডিট-এর কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
নিযুক্তের বয়স ৬৪ বছরের মধ্যে হওয়া দরকার। তাঁকে এক বছরের চুক্তিতে বহাল রাখা হবে। চাহিদা অনুযায়ী, ওই মেয়াদ পরে বৃদ্ধি পেতে পারে।
আগ্রহীদের সরাসরি ইন্টারভিউয়ে উপস্থিত হতে হবে। ৭ জানুয়ারি ইন্টারভিউ হতে চলেছে। ওই দিন প্রার্থীদের সকাল ১০টার মধ্যে স্বাস্থ্য ভবনে উপস্থিত থাকতে হবে।