পশ্চিম মেদিনীপুর স্বাস্থ্যজেলার একাধিক বিভাগে চিকিৎসকদের প্রয়োজন। তাঁদের চুক্তির ভিত্তিতে রাজ্যের একাধিক প্রকল্পে কাজের জন্য নিয়োগ করা হবে। শূন্যপদ ৪৬টি।
মনোবিদ, স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার, পেডিয়াট্রিশিয়ান, মেডিক্যাল অফিসার, জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার— এই সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে। ওই পদে নিযুক্তদের ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি (এমবিবিএস) ডিগ্রি এবং রাজ্যের মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকা প্রয়োজন।
আরও পড়ুন:
নিযুক্তদের বয়স ৬২ বছর থেকে ৬৭ বছরের মধ্যে হতে হবে। প্রতি তাঁরা পারিশ্রমিক হিসাবে প্রতি দিন ৩,০০০ টাকা থেকে প্রতি মাসে ৭০ হাজার টাকা পাবেন। ওই কাজে এক বছরের চুক্তিতে বহাল রাখা হবে।
প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। পশ্চিম মেদিনীপুরের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে ২৯ এবং ৩০ অক্টোবর ইন্টারভিউয়ের দিন স্থির করা হয়েছে। ওই দিন আগ্রহীদের সমস্ত নথি নিয়ে জেলা স্বাস্থ্য ভবনে ১০ টার মধ্যে পৌঁছে যেতে হবে।